স্টাফ রিপোর্টার#
গত ২৩, জুলাই শনিবার বিরল উপজেলার ১১,পলাশবাড়ী ইউনিয়নের ইভিরামপুরের মোঃ আনোয়ার হোসেন আনা তার বাড়ি নির্মাণ কাজে ট্রাক্টরে বালি নিয়ে আসে তার বালি গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একই গ্রামের মোঃ লিয়ন (৩৫) এর পরামর্শে তার ছোট ভাই সুমন কয়েকজন কে সাথে নিয়ে ট্রাক্টরটি আটক করে ট্রক ড্রাইভার কে বলে সামনে অগ্রসর হলে টায়ার কাটিয়ে দিবো এবং লিয়নের বাহিনী অকথ্য ভাষায় উচ্চস্বরে কথা বলতে থাকে। একই গ্রামে পাশাপাশি বাসা হওয়ায়
সাংবাদিক আবুল কালাম আজাদ পাশে একটা দোকানে বসে থাকা অবস্থায় ট্রাক আটকের খবর পেয়ে স্বরজমীনে ট্রাক রাস্তায় কেনো আটক করছে এ বিষয়ে লিয়নের বাহিনীর কাছে জানতে চাইলে বাহিনী সাংবাদিকের উপর চড়াও হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও চোর বলে মিথ্যা অপবাদ দেয় এবং প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে কথা বল্তে গেলে মূল পরিকল্পনাকারী নিয়ন কে সাংবাদিক আবুল কালাম আজাদের বিষয়ে বলে এরই সুত্রধরে
২৮, জুলাই বৃহস্পতিবার লিয়ন তার রেজাউল, সুমন কুলছুমা বেগম, সুরাইয়া, মনো, প্রমুখ সহ তার গূন্ডা বাহিনী নিয়ে সাংবাদিক আবুল কালাম আজাদ এর বাড়ির গেটে আসে এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় আরও বলেন এ বিষয়ে বারাবাড়ি করলে জবাই করে দিবে বলে হুমকি দেয়। এ সময় সাংবাদিকের বাসায় থাকা তার বাবা মা কেও বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে।
জানা গেছে লিয়ন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আর তারই দিকনির্দেশনায় তার ছেট ভাই সুমন এলাকায় খারাপ ব্যবহার করে
আর প্রয়োজন হলে লিয়ন ছুটিতে এসে তাকে সহোযোগিতা করে।