মধুর গুণে মধুর মানুষ
কিছুদিন আগেই অ্যাঞ্জেলিনা জোলির একটা ছবি ভাইরাল হলো। সারা গায়ে মৌমাছি। আর হাসি হাসি মুখ করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। ১৯৮১ সালে মার্কিন আলোকচিত্রী রিচার্ড এভেডনের তোলা বিখ্যাত আলোকচিত্র ‘দ্য বি কিপার’-এর আদলে তোলা হয় জোলির ছবিটি। ঝুঁকিপূর্ণ কাজটি জোলি একটি কারণেই করেছেন আর সেটা হলো, বিশ্বে মৌমাছির সংখ্যা যাতে বাড়ে, সেই বিষয়ে মানুষকে …